মঙ্গলবার, জানুয়ারি ২৭

মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, শুনানি আজ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া-সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতার মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ রবিবার (১৮ জানুয়ারি) আবারও শুনানির দিন ধার্য করা হয়েছে।

এর আগে গতকাল শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে এই স্থগিতাদেশ দেওয়া হয়।

উল্লেখ্য, একই আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা আফরোজা খানমের দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে তাঁর মনোনয়নপত্র বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। ওই আপিলের প্রেক্ষিতেই কমিশন গতকাল তাঁর প্রার্থিতা স্থগিত রাখে। আজকের শুনানির মাধ্যমেই নির্ধারিত হবে আফরোজা খানম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *