মঙ্গলবার, ডিসেম্বর ২৩

মানিকগঞ্জ-১ সংসদীয় আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত নেতাকর্মীদের অনশন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ )

মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) সংসদীয় আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তন এবং মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন দলটির মনোনয়নবঞ্চিত নেতা ড. খোন্দকার আকবর হোসেন বাবলু এবং তার সমর্থকরা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

অনশনস্থলে দলীয় ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে তারা তাদের দাবি তুলে ধরেন।

অনশনরত নেতা-কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সক্রিয় ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিতর্কিত একজন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা দলের সাংগঠনিক শক্তির জন্য আত্মঘাতী হতে পারে।

তাদের বক্তব্যে বলা হয়, বিএনপির দুঃসময়ে খোন্দকার দেলোয়ার হোসেন দলকে সংগঠিত ও নেতৃত্ব দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই রাজনৈতিক ধারাবাহিকতায় তার ছেলে ড. খোন্দকার আকবর হোসেন বাবলু দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ এলাকায় নেতা-কর্মীদের পাশে থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন এবং দলের বিভিন্ন সংকটে দায়িত্বশীল ভূমিকা রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *