বৃহস্পতিবার, জানুয়ারি ১

মানিকগঞ্জ জামায়াত ইসলামীর ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

আগামী ফেব্রুয়ারীতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হিসেবে কেন্দ্রীয় ঘোষিত দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ সদর থানা শাখা।

জেলার সদর থানা আমির মাওলানা মোঃ ফজলুল হকের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি পরিচালিত হয়ে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব এসে শেষ করেন।

প্রধান অতিথি ছিলেন, মানিকগঞ্জ ৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ দেলয়ার হোসেন।

প্রধান অতিথি বলেন যে, সামনে নির্বাচনে আমরা পিআর পদ্ধতিতে ও জুলাই সনদের অধীনে নির্বাচন হতে হবে এবং লেভেল প্লেয়িং হতে হবে।

মিছিলে ব্যানার, প্লেকার্ড ও প্রতীকের নানা স্লোগানে মুখরিত হয়ে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *