
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
শারদীও দূর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সদর উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাবা শেখ মেজবাহ উল সাবেরিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পূজা উদযাপন কমিটি, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, মানিকগঞ্জ সদরে মোট ১১৮ টি পূজা মণ্ডপ আছে। প্রত্যেক পুজো মণ্ডপে সিসি ক্যামেরা বসাতে হবে পূজা শুরু হওয়ার ৫ দিন আগে থেকে এবং প্রত্যেক পূজা মণ্ডপের জন্য সরকারীভাবে ১ টন করে চাউল দেওয়ার ব্যবস্থা রয়েছে।
মানিকগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কমিটির নেতৃবৃন্দ দাবি করেন যে, আমার যেনো শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারি, সেই জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে দিবেন।
বিএনপির সদর থানা সভাপতি ফজলুর রহমান বলেন, এই শারদীও দূর্গাপূজার নিরাপত্তায় যেনো ব্যাঘাত না ঘটে, তা আমরা দেখেুনে রাখবো।
জামায়াতের সদর থানা আমির ডাঃ মাওলানা ফজলুল হোক বলেন, আমরা সবাই বাংলাদেশের জনগণ, আমরা সবাইকে নিয়ে এক সাথে মিলেমিশে থাকতে চাই, কোনো হানাহানি মারামারি না হোক। কোরআনেে আয়াত দিয়ে বলেন, লাকুম দিনুকুম ওলিয়াদিন। আমার ধর্ম আমাদের কাছে, ওদের ধর্ম ওদের কাছে।