
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রজনতার মিছিলে হামলা মামলায় ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সুমন মিয়াকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
বুধবার (২০ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত সুমন মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পূর্ব সানবান্ধা গ্ৰামের রাজা মিয়ার ছেলে। তিনি ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আমান উল্লাহ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় সুমন মিয়া এজাহার নামীয় আসামী। তাকে আশুলিয়া থানাধীন জামগড়া বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়ে।