বৃহস্পতিবার, অক্টোবর ৯

মানিকগঞ্জে ব্যাবসায়ীর ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জ সদর পৌরসভার সেওতা এলাকার শিক্ষানবীশ আইনজীবী ও বিকাশ ব্যবসায়ী আব্দুল মালেকের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারী আরিফুল ইসলাম খোকনের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আহত মালেকের পরিবারের সদস্যসহ অর্ধসহস্রাধিক নারী-পুরুষ অংশ নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আরিফুলের কাছে মালেক মিয়া পাওনা টাকা চাইতে যান। এক পর্যায়ে আরিফুল টাকা দিতে অস্বীকার করে, পরে তর্কাতর্কির এক পর্যায়ে ব্যবসায়ী মালেককে উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত মালেককে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *