সোমবার, আগস্ট ১৮

মানিকগঞ্জে জামায়াতের জেলা রুকন সম্মেলন অনুষ্ঠিত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনব্যাপী সদস্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা অঞ্চল উত্তরের টিম সদস্য মোহাম্মদ দেলোয়াড় হোসাইন। কুরআন তেলাওয়াত ও জেলা আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি আল কুরআনের সুরা তওবার ১১১ নং আয়াত তেলাওয়াত করে বলেন, নিঃসন্দেহে আল্লাহ মু’মিনদের নিকট থেকে তাদের প্রাণ ও তাদের ধন সম্পদসমূহকে এর বিনিময়ে ক্রয় করে নিয়েছেন যে, তাদের জন্য জান্নাত রয়েছে, তারা আল্লাহর পথে যুদ্ধ করে, যাতে তারা (কখনও) হত্যা করে এবং (কখনও) নিহত হয়, এর কারণে (জান্নাত প্রদানের) সত্য অঙ্গীকার করা হয়েছে তাওরাতে, ইঞ্জীলে এবং কুরআনে। নিজের অঙ্গীকার পালনকারী আল্লাহ অপেক্ষা অধিক আর কে আছে? অতএব তোমরা আনন্দ করতে থাক তোমাদের এই ক্রয় বিক্রয়ের উপর, যা তোমরা সম্পাদন করেছ, আর এটা হচ্ছে বিরাট সফলতা।

প্রধান মেহমান আরও বলেন, আগামী নির্বাচনে সবাইকে প্রস্তুতি নিতে হবে, কোনো ফ্যাসিস্ট যেন ক্ষমতায় আসতে না পারে। প্রত্যেক রুকন ভাইদেরকে নির্দেশ দেন গ্রাম-শহরে ইসলামী দাওয়াত পৌঁছে দিতে হবে।আরও একটা আন্দোলন করতে হবে, মানে জিহাদ করতে হবে। সেই জিহাদ হলো ভোটযুদ্ধ, আমাদের এই ভোটযুদ্ধে বিজয় হতে হবে। সবাইকে ভোট নিয়ে দিক নির্দেশনা দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *