
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় অভিযান চালিয়ে ছালেক হোসেন (৪০) নামে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ছালেক হোসেন উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা কাইয়ুম মাতব্বরের ছেলে। এছাড়া তিনি হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতের দিকে উপজেলার ঝিটকা বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারের পর বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আফরোজা খান রিতার আন্ধারমানিক গ্রামের বাড়িতে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ওই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের একাধিক নেতাকর্মী আহত হন এবং আফরোজা খান রিতার বাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটে।
এই ঘটনার প্রায় আড়াই বছর পর, ২০২৪ সালের ২৯ অক্টোবর উপজেলা বিএনপির নেতা ভি পি দেলোয়ার হরিরামপুর থানা মামলা করেন।
