
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জে বস্তুনিষ্ঠ ও আধুনিক স্মার্ট সাংবাদিকতার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করলো ‘অনলাইন এন্ড মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি’। জেলায় কর্মরত মূলধারার গণমাধ্যমের অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের সমন্বয়ে এই নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় জেলা শহরের এনপিআই মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ এস এম সাইফুল্লাহ’কে (দেশের কণ্ঠ/কিউ টিভি) সভাপতি এবং শাহীন তারেক’কে (ইনকিলাব/দিগন্ত টিভি) সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সহ-সভাপতি হিসেবে রয়েছেন রিপন আনছারী (মানবজমিন/জিটিভি), জাহিদুল হক চন্দন (দিপ্তটিভি/রাইজিং বিডি), লুৎফর রহমান (দৈনিক সংবাদ), মোঃ শাহ আলম (আমার বার্তা) এবং সোহেল রানা খান (সিএনআই)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আজিজুল হাকিম (মাইটিভি/দৈনিক বাংলা) ও জ ই আকাশ (কালবেলা) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ হাসান শিকদার (গণকণ্ঠ/আজকের বাংলা) দায়িত্ব পালন করবেন। সহ-সাধারণ সম্পাদক পদে আকমল হোসেন (অগ্নিবিন্দু), মোঃ সোহেল হোসেন (ঢাকা পোষ্ট) ও আমিনুর ইসলাম (দৈনিক তৃতীয় মাত্রা) এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে রাকিব হোসেন (দৈনিক বর্তমান) ও মোহসিন মোহাম্মদ মাতৃক(এশিয়ান মিরর) মনোনীত হয়েছেন।
এছাড়াও গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদগুলোতে রয়েছেন দপ্তর সম্পাদক খাব্বাব হোসেন ত্বহা (ইনকিলাব), কোষাধ্যক্ষ মোঃ সেলিম মিয়া (কালবেলা), সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আল আমিন রোহেল (রুপসী বাংলা টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোমিনুর রহমান সালেহী (অন্য দিগন্ত/নগর টিভি- মানিকগঞ্জ), সহ-প্রচার সম্পাদক দীপক সূত্রধর (এনপিবি নিউজ), ক্রীড়া সম্পাদক মোঃ আশিকুর রহমান (নয়া দিগন্ত) এবং সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হাসান জুবায়ের (সকালের শিরোনাম)।
সংগঠনের নীতিনির্ধারণী সহায়তায় কার্যকরী সদস্য হিসেবে যুক্ত হয়েছেন আমিনুর রহমান অঞ্জন (গণচেতনা), আব্দুর রাজ্জাক (আজকের পত্রিকা/স্বদেশের কণ্ঠ), খন্দকার সুজন হোসেন (তারুণ্যের কথা), মাসউদুর রহমান (দৈনিক সংগ্রাম/জবাবদিহি), সায়েম খান (বার্তা ২৪/একুশে সংবাদ), মোঃ সেলিম মোল্লা (সত্যের কণ্ঠ/আলোকিত দৈনিক) এবং মোঃ মহিদ (আলোকিত প্রতিদিন)।
নবনিযুক্ত নেতৃবৃন্দ জানান, বর্তমান ডিজিটাল যুগে অনলাইন সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মানিকগঞ্জের উন্নয়ন ও মানুষের অধিকার নিয়ে কাজ করার পাশাপাশি অপসাংবাদিকতা রোধে এই ইউনিটি অগ্রণী ভূমিকা পালন করবে। নবগঠিত এই সংগঠনের মূল লক্ষ্য হলো মানিকগঞ্জে ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা, পেশাগত মান উন্নয়ন এবং তথ্যের সঠিকতা যাচাইয়ের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিত করা।
এসময়, অতি দ্রুতই এই সংগঠনের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে বলে সভায় জানানো হয়।
