শুক্রবার, নভেম্বর ১৪

মানিকগঞ্জে অগ্নিকাণ্ডের চেষ্টা ও নাশকতার মামলায় গ্রেপ্তার ৫

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের চেষ্টা ও ঢাকা-আরিচা মহাসড়কে ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ সোমবার রাতে (১০ নভেম্বর) অভিযান চালিয়ে পাঁচ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. মফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আ. খ. ম. নুরুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালেকুজ্জামান, ফুকুরহাটি ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার সাটুরিয়া প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, মফিজুর রহমান ও আনিসুর রহমানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। বাকি তিনজনের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে দড়গ্রাম ইউনিয়নের তেবাড়িয়া এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার চেষ্টা চালানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *