
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আঠালিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে হানিফ (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও টেঁটা বিদ্ধ করে হত্যা করেছে নিহতের আপন চাচাতো দুই ভাই। শনিবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত হানিফ ধল্লা ইউনিয়নের ইলা ব্যাপারীর ছেলে। তিনি মমতাজ চক্ষু হাসপাতালের এক চিকিৎসকের ড্রাইভার। এছাড়াও পারিবারিক জীবনে তিনি চার সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে চাচাতো ভাইদের সাথে তমুল তর্কাতর্কি হয় হানিফের। এক পর্যায়ে এক ভাই টেটা দিয়ে আঘাত করে বিদ্ধ করলে ঘটনাস্থলেই মারা যায় হানিফ। পুলিশ জনিয়েছে, তারা খবর পেয়ে ঘটনাস্থলৈ গিয়ে হানিফকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা দেয়। লাশ সদর হাসপাতালের মর্গে রয়েছে। লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এই হত্যা ঘটনায় সিংগাইর থানায় একটি মামলা রুজু হয়েছে।