বুধবার, জানুয়ারি ২৮

ভোলা-৪ আসনে হাতপাখার প্রার্থীর মেয়ের ওপর দাড়িপাল্লা প্রতীকের কর্মীদের হামলা

|| নিজস্ব প্রতিবেদক ||

নির্বাচনি প্রচারণার সময় ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যাপক এ এম এম কামাল উদ্দিনের মেয়ে মারিয়া কামালের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ন্যাক্কারজনক হামলার জন্য প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লা প্রতীকের কর্মীদের দায়ী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। বুধবার (২৮ জানুয়ারি) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মারিয়া কামাল তার বাবার পক্ষে গণসংযোগে অংশ নিয়ে প্রচারণা চালানোর সময় দাড়িপাল্লার সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এতে মারিয়া কামাল ও তার সঙ্গে থাকা বেশ কয়েকজন নারী কর্মী লাঞ্ছিত ও আহত হন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নির্বাচনি পরিবেশ নষ্ট করতে এবং ভীতি সৃষ্টির লক্ষ্যেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, একজন নারী কর্মীর ওপর এমন বর্বরোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা নির্বাচন কমিশন ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অবিলম্বে সন্ত্রাসীদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে রাজপথে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন দলটির তৃণমূলের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *