
|| নিজস্ব প্রতিবেদক ||
দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রাপ্তি ও ভোটার হওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) উপস্থিত হয়ে তিনি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় যাবতীয় তথ্য প্রদান করেন।
শনিবার দুপুর ১টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে পৌঁছান তারেক রহমান। সেখানে তিনি স্বশরীরে উপস্থিত হয়ে ভোটার হওয়ার জন্য আইরিশের প্রতিচ্ছবি, আঙুলের ছাপ ও ছবিসহ প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য প্রদান করেন।
নির্বাচন কমিশন সূত্র নিশ্চিত করেছে যে, তিনি রাজধানীর ঢাকা-১৭ সংসদীয় আসনের ১৯ নম্বর ওয়ার্ডের (গুলশান এলাকা) ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতেই আজ এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হলো।
এনআইডি উইংয়ের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের জানিয়েছেন, তারেক রহমানের আবেদন এবং বায়োমেট্রিক তথ্য সংগ্রহের কাজ নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে। তাঁর জাতীয় পরিচয়পত্রটি প্রস্তুত হতে সর্বোচ্চ একদিন সময় লাগতে পারে।
উল্লেখ্য যে, দেশের নির্বাচনী আইন অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হলে প্রার্থীকে অবশ্যই দেশের যেকোনো একটি নির্বাচনী এলাকার নিবন্ধিত ভোটার হতে হয়। দীর্ঘ সময় পর তাঁর এই ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করাকে রাজনৈতিক বিশ্লেষকরা আগামী নির্বাচনে অংশগ্রহণের পথে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন।
তারেক রহমানের আগমনের খবর পেয়ে নির্বাচন কমিশন এলাকায় দলীয় নেতা-কর্মী ও উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। এনআইডি নিবন্ধনের আনুষ্ঠানিকতা শেষে তিনি উপস্থিত সবার প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে এলাকা ত্যাগ করেন। আইনি জটিলতা কাটিয়ে এবং প্রয়োজনীয় নাগরিক অধিকার পুনরুদ্ধারের এই প্রক্রিয়ার মাধ্যমে তাঁর রাজনৈতিক সক্রিয়তা আরও জোরালো হবে বলে মনে করছেন বিএনপির শীর্ষ নেতারা।
