
|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাতআংগারিয়া ও ভাসানীপাড়া গ্রাম থেকে প্রায় ৯ ফুট লম্বা একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করেন বলদিয়া বাজারের অভিজ্ঞ সাপুড়ে মোজাহার।
স্থানীয় কৃষকরা দুপুরে জমিতে কাজ করার সময় হঠাৎ বড় আকারের অজগরটিকে দেখতে পান। মুহূর্তেই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সার্কেল এএসপি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বন্যপ্রাণীটির নিরাপত্তা নিশ্চিত করেন। উৎসুক জনতার ভিড় ও সম্ভাব্য ক্ষতির আশঙ্কা থেকে অজগরটিকে রক্ষায় ঘটনাস্থলে সুরক্ষা বেষ্টনীও তৈরি করা হয়।
পরে পুলিশ ও সাপুড়ির সহযোগিতায় সাপটি সফলভাবে উদ্ধার করে কুড়িগ্রাম বন বিভাগের কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বন বিভাগ জানিয়েছে, অজগরটির শারীরিক অবস্থা ভালো রয়েছে। পর্যবেক্ষণ শেষে উপযুক্ত পরিবেশে বনে অবমুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিরল প্রজাতির এই বৃহৎ বন্যপ্রাণী রক্ষায় পুলিশের দ্রুত উদ্যোগ ও স্থানীয়দের সহযোগিতাকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।
