
|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক ভটভটি চালক নিহত এবং চারজন আহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে সোনাহাট স্থলবন্দরগামী ঘুণ্টিঘর এলাকা এবং কুড়িগ্রামগামী আঞ্চলিক মহাসড়কের জয়মনিরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাহাট স্থলবন্দরের দিক থেকে আসা পাথরবোঝাই একটি ভটভটি ঘুণ্টিঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালক মজিবর রহমান (৪০) গাড়ির নিচে চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মজিবর রহমান উপজেলার বাগভান্ডার কদমতলা এলাকার আফছার উদ্দিনের ছেলে।
অন্যদিকে, জয়মনিরহাট বাজার এলাকায় আরেকটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে চারজন আহত হন। আহতরা হলেন— মাইদুল (২৮), সেলিম (২২), সোহেল (২৬) — (তিনজনই পাথরডুবী ইউনিয়নের বাসিন্দা) বাতেন আলী (৬০), জয়মনিরহাট ইউনিয়ন।
আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, “মজিবর রহমানকে মৃত অবস্থায় আনা হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।”
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বলেন, “নিহত চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দুর্ঘটনার ঘটনাস্থল পরিদর্শনসহ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলছে।”
এদিকে সুধীমহল অভিযোগ করে বলেন, সড়কে অবৈধ ভটভটির নিয়ন্ত্রণহীন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। জনদুর্ভোগ কমাতে অবিলম্বে এসব যান বন্ধে জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি জানান তারা।
