শুক্রবার, নভেম্বর ১৪

ভুরুঙ্গামারীতে বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালিত

|| মোঃ আজিজুল হক | ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর “বিপ্লব ও সংহতি দিবস” পালিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি সরকারি কলেজ মোড় থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল ওয়াদুদ সরকার, যুগ্ম আহ্বায়ক ও বলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোখলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন তৌহিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম শান্তসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও স্মরণীয় দিন। এই দিনে সৈনিক ও জনতার ঐক্যের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলন নতুন গতি পায়। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় দুই সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আলোচনা সভার শেষে বক্তারা দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ সাইফুর রহমান রানাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *