শনিবার, ডিসেম্বর ২৭

ভুরুঙ্গামারীতে বারাকা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

|| আজিজুল হক | ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

শীতের তীব্রতায় যখন উত্তরের জনপদে জীবন থমকে দাঁড়ায়, ঠিক তখনই মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিল শিক্ষা, সেবা ও দাওয়ায়ে উম্মাহর প্রেরণায় নিয়োজিত বারাকা ফাউন্ডেশন। হতদরিদ্র শিক্ষার্থী ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে “শীতবস্ত্র বিতরণ কর্মসূচি–২০২৫” এর অংশ হিসেবে ভুরুঙ্গামারীতে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার পাটেশ্বরী হেলিপ্যাড মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৪ শতাধিক শীতার্ত শিক্ষার্থী ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। পাটেশ্বরী বাজার ফয়জুন্নেছা নুরানী হাফেজিয়া কওমী বালক-বালিকা মাদ্রাসার পরিচালক মুফতি মোহাম্মদ খাইরুল ইসলামের সহযোগিতায় এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

বারাকা ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ঢাকা চকবাজার জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম বড় কাটারা মাদ্রাসার শিক্ষক মুফতি শাহজালাল এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ সুমন। এসময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক খবিরুল ইসলাম মহুরী, মোজাফফর হোসেন, রফিকুল ইসলাম ও ডাঃ মোঃ আব্দুল লতিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আবেগাপ্লুত হয়ে বারাকা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা জানান, সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

মানবতার টানে এগিয়ে আসা এমন উদ্যোগ শীতার্ত মানুষের জীবনে শুধু উষ্ণতা নয়, আশার আলোও জ্বালিয়ে দেয়—এমনটাই মনে করছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *