
|| মোঃ আজিজুল হক | ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা শাখার দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলা শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন নবস্থাপিত দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব মোঃ মাসুম মিয়া।

এনসিপি ভুরুঙ্গামারী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরণের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মোঃ আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল হক বাবু ও মোঃ আলমগীর হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অতি শীঘ্রই ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি পুনর্গঠন করে দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল করতে হবে। তারা আরও বলেন, এনসিপির মনোনীত সম্ভাব্য প্রার্থী মাহফুজুল ইসলাম কিরণকে শাপলা কলি মার্কায় বিজয়ী করতে নেতাকর্মীদের নিয়মিত নির্বাচনী জনসভা, পাড়া–মহল্লায় উঠান বৈঠকসহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমের মাধ্যমে জনমত তৈরিতে সক্রিয় ভূমিকা রাখতে হবে। এ লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

এছাড়াও ভুরুঙ্গামারী ও নাগেশ্বরীসহ কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ এবং ইউনিয়ন কমিটির প্রায় দুই শতাধিক কর্মী–সমর্থক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ভুরুঙ্গামারী উপজেলা এনসিপির সদস্য সচিব মোর্শেদুর রহমান আনিস।
