বৃহস্পতিবার, অক্টোবর ৯

বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যের বিকল্প নেই: মনিরুজ্জামান মন্টু

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা জেলা বিএনপি’র আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, একটি ধর্মান্ধ গোষ্ঠি গ্রামের সহজ-সরল মা-বোনদের ভুল বুঝিয়ে তাদের দলে ভেড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। স্বাধীনতা বিরোধী এসব শক্তিকে রুখে দিয়ে নারী সমাজকে মূল স্রোতের সাথে সম্পৃক্ত করতে হবে। আগামীর বাংলাদেশ হবে সবার সমান অধিকারের। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।

শুক্রবার (৩ অক্টোবর) বিকালে রূপসার আইচগাতী ইউনিয়ন পরিষদের ৩নং মিলকী দেয়াড়া ওয়ার্ড বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এর জন্য সর্বপ্রথম প্রয়োজন বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের ইস্পাতকঠিন ঐক্য। ঐক্য ছাড়া ফ্যাসিবাদ ও মৌলবাদকে পরাস্ত করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়।

মনিরুজ্জামান মন্টু আরও বলেন, বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারী সমাজকে উৎপাদন ও উন্নয়নে সম্পৃক্ত করেছিলেন। অবৈতনিক নারী শিক্ষা, উপবৃত্তি প্রদান, কর্মসংস্থান ও ক্ষমতায়নে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যুগান্তকারী পদক্ষেপ নারী সমাজকে অভূতপূর্ব উন্নত করেছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানের আধুনিকায়ন হবে। স্বনির্ভর জাতি গঠনে নারীকে পুরুষের সমানতালে এগিয়ে নিতে হবে।

সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, জেলা শ্রমিকদলের আহ্বায়ক উজ্জ্বল কুমার সাহা, জেলা বিএনপি’র সদস্য শেখ আলী আজগর, মো. আরিফুর রহমান, শাহানুর রহমান খান আরজু ও জেলা যুবদলের সদস্য খান সিরাজুল ইসলাম পরাগ।

আইচগাতী ইউনিয়ন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শেখ আবু সাঈদের সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন উত্তর রূপসা ছাত্রদলের আহ্বায়ক হৃদয় আহম্মেদ রিপন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *