রবিবার, জুলাই ২৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হামীমের পাশে আইএইউ ভিসি

|| নিজস্ব প্রতিবেদক ||

আজ থেকে শুরু হয়েছে ইসালামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল স্নাতক পাস পরীক্ষা, যেখানে দেশের ১৩৭৮টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহন করেছেন ।

ইসালামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ শামছুল আলম উপমহাদেশের প্রাচীন দ্বীনি বিদ্যাপীঠ সরকারী মাদ্রাসা-ই-আলিয়ায় ফাজিল স্নাতক (পাস) পরীক্ষার কেন্দ্র পরির্দশনে আসেন। বকশীবাজার আলিয়া মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে ছয়টি মাদ্রাসার ১৪৭৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

পরীক্ষা কেন্দ্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ঢাকা আলিয়ার শিক্ষার্থী হাবিবুল্লাহ হামীম। রাজধানীর চানখারপুলে গুলিবিদ্ধ হয়ে তার পায়ুপথ ও কিডনি ক্ষতিগ্রস্ত হয়, সে সিএমএইচে চিকিৎসাধীন ছিল। সেখান থেকে এসে আলিয়া মাদরাসার অধ্যক্ষের কক্ষে শ্রুতি লেখকের মাধ্যমে পরীক্ষা দিচ্ছে। ভিসি মহোদয় তার উন্নত চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ডিন প্রফেসর ড. মোহাম্মদ ওয়ালী উল্লাহ, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ভারপ্রাপ্ত প্রফেসর মোঃ আশরাফুল কবির, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শাহজালাল ও অন্যান্য শিক্ষকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *