
|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলিম বেলকুচির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে বেলকুচি প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেলের সঞ্চালনায় এবং বেলকুচি প্রেসক্লাবের সহ-সভাপতি নারায়ণ মালাকারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আমিরুল ইসলাম খাঁন আলিম বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বেলকুচি-চৌহালী এলাকার সর্বস্তরের জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছেন।
তিনি আরও বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহারে জনগণের মৌলিক অধিকার ও উন্নয়নের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়েছে। নির্বাচনে জয়ী হলে বেলকুচিতে একটি ইকোনমিক জোন স্থাপনের পরিকল্পনা রয়েছে, যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি চরাঞ্চলের রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন করা হবে।
এছাড়াও বেলকুচির সোহাগপুর হাট ও মুকুন্দগাঁতী বাজার সংস্কার, মুকুন্দগাঁতী ও এনায়েতপুর কেজির মোড়ের দীর্ঘদিনের যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং চৌহালী উপজেলার নদীভাঙন কবলিত চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলিম আরও বলেন, নির্বাচিত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী ১২ ফেব্রুয়ারি সকল ভোটারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
