
|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||
মরহুম আলহাজ্ব হাফেজ আব্দুল হামিদ (রহ.) স্মৃতি পদক ফাউন্ডেশনের উদ্যোগে এবং তরুণ যুব সমাজ ও গ্রামবাসীর আয়োজনে ২০২৪-২০২৫ সালের ১৫ টি মাদ্রাসার ৬৭ জন হাফেজদের সংবর্ধনা, ক্বেরাত, হামদ-নাত, ইসলামিক সংগীত ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় প্রতিবছরের ন্যায় এ বছর ও ১৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি., রোজ বৃহস্পতিবার, সময় সকাল ১০.০০ ঘটিকা থেকে সারাদিন ব্যাপি মধ্যে চালা কেন্দ্রীয় জামে মসজিদে হাফেজদের সংবর্ধনা ক্বেরাত, হামদ-নাত, ইসলামিক সংগীত ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আসাদুল ইসলাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব মাওঃ মোঃ আব্দুল আউয়াল সাহেব, প্রভাষক, বেলকুচি সরকারি কলেজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও সাধারণ সম্পাদক জনাব আঃ রাজ্জাক মন্ডল।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আবুল খায়ের সাহেব ডি আই জি, খলিফা পীরে কামেল হযরত সাইয়্যেদ আহম্মদ (রহ:) ওলামাবাজার, ফেনী। প্রধান মেহমান- আলহাজ্ব হযরত মাওঃ মুফতি মোঃ মোফাজ্জালুল হক সাহেব শাইখুল হাদিস শাহপুর মাদ্রাসা। ও প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন আলহাজ্ব মোঃ আকতার হোসেন সাবেক কাউন্সিলর, ৩নং ওয়ার্ড বেলকুচি পৌরসভা।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব অধ্যক্ষ মোঃ আঃ মান্নান সরকার সাবেক যুগ্ম আহ্বায়ক বেলকুচি উপজেলা বিএনপি,জনাব মোঃ বণি আমিন সাবেক সদস্য সচিব বেলকুচি উপজেলা বিএনপি,জনাব মোঃ শফিকুল ইসলাম সাবেক যুগ্ম আহবায়ক বেলকুচি পৌর বিএনপি, হেলাল উদ্দিন প্রামানিক সাবেক সভাপতি বেলকুচি উপজেলা যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।