
|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেলবরিষা হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় পুকুর ইজারাদারকে কেন্দ্র করে চলমান বিরোধের নিরসনকল্পে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক, আমিরুল ইসলাম খাঁন আলিমের নির্দেশে উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ সভা বসে।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, উক্ত পুকুরটি শেলবরিষা হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার নামে দলিলভুক্ত করা হবে। এসময় ইজারাদার আলাম শেখ (পিতা: আবুল কাশেম শেখ) নিজ সম্মতিক্রমে পুকুরের দলিল মাদ্রাসার নামে হস্তান্তর করেন। তবে অপর পক্ষ এডভোকেট জিন্নাহ মন্ডল (পিতা: জুব্বার মন্ডল) দীর্ঘদিন ধরে এ পুকুর নিয়ে মামলা পরিচালনা করে আসছেন। তবুও গ্রামবাসী ও নেতৃবৃন্দের উপস্থিতিতে মাদ্রাসার নামে দলিল করার সিদ্ধান্ত কার্যকর করা হয়।
সভায় সভাপতিত্ব করেন স্হানীয় সমাজসেবক শাহ আলম সরকার।
আলোচনা সভায় উপস্হিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মণ্ডল, সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, সাবেক সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম (শফি), উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাংবাদিক রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ভিপি মোকলেছুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়াসহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গ্রামবাসীর মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটায় এলাকায় স্বস্তি ফিরবে।