রবিবার, আগস্ট ২৪

বেলকুচিতে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপন

|| আল আমিন হোসেন |নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||

সিরাজগঞ্জের বেলকুচিতে দৈনিক করতোয়ার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে বেলকুচি প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়ার বেলকুচি উপজেলা প্রতিনিধি আলহাজ্ব গাজী সাইদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম গোলাম রেজা, সোহাগপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শ্যামকিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুর রেজা, যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, এনায়েতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক মোল্লা, করতোয়ার এনায়েতপুর প্রতিনিধি নারায়ণ মালাকারসহ বেলকুচি প্রেসক্লাবের সকল সাংবাদিক।

আলোচনা সভায় বক্তারা দৈনিক করতোয়ার দীর্ঘ ৫০ বছরের সফল পথচলা ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সাফল্য কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *