রবিবার, অক্টোবর ১২

বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের শিক্ষা উপকরণ বিতরণ

|| আসাদুল ইসলাম | বেলকুচি (সিরাজগঞ্জ) ||

সিরাজগঞ্জের বেলকুচিতে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, পাবনা-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বেলকুচি উপজেলার শেরনগর এলাকায় দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যালয় থেকে শিক্ষার্থীদের মাঝে এই উপকরণ বিতরণ করা হয়। কর্মসূচিটির আয়োজন করে বেলকুচি উপজেলা দুর্নীতি কমিশন প্রতিরোধ কমিটি।

বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের শিক্ষা উপকরণ বিতরণ
বেলকুচিতে দুর্নীতি দমন কমিশনের শিক্ষা উপকরণ বিতরণ

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম, এ বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন পাবনা জেলার উপজেলা দুর্নীতি দমন কমিশন সমন্বতি উপ সহকারী পরিচালক মনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ডা: আহমদ আলী সরকার, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সদস্য বৈদ্য নাথ রায়, নজরুল ইসলাম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *