
|| রুমান খান | বেতাগী (বরগুনা) প্রতিনিধি ||
বরগুনার বেতাগীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে দুর্জয় বেতাগীতে অবস্থিত শহীদদের স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।

এরপর উপজেলা প্রশাসনের পক্ষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহা. সাদ্দাম হোসেন। পর্যায়ক্রমে বেতাগী মুক্তিযোদ্ধা সংসদ, বেতাগী থানা পুলিশ, বেতাগী পৌরসভা, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৯টায় বেতাগী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে বেতাগী উপজেলা পরিষদ হলরুমে ১৯৭১ সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেতাগী থানার অফিসার ইনচার্জ মুহা. জুয়েল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার ওহিদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগমসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
