শুক্রবার, জানুয়ারি ২৩

বেগম খালেদা জিয়ার স্মরণে লিডিং ইউনিভার্সিটিতে আলোচনা ও দোয়া

|| নিজস্ব প্রতিবেদক ||

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের প্রতীক ও বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের সাহসী নেতৃত্ব বেগম খালেদা জিয়ার স্মরণে লিডিং ইউনিভার্সিটিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) লিডিং ইউনিভার্সিটির গ‍্যালারি-১ এ অনুষ্ঠিত আলোচনা ও দোয়ায় প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেগম খালেদা জিয়ার অসামান্য ও আপসহীন অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, বহুদলীয় গণতন্ত্রের নায়ক শহীদ জিয়ার পথ অনুসরণ করে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। তিনি আরো বলেন, নারী শিক্ষায় উপবৃত্তি চালুর মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ব‍্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন বেগম খালেদা জিয়া।

অনুষ্ঠানের শেষ পর্বে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ‍্যাপক ড. মো. জিয়াউর রহমান।

আলোচনা ও দোয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম।

বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করে অনষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম, লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচাল অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান, সকল বিভাগের বিভাগীয় প্রধানদের পক্ষে ব‍্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা এবং পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ‍্যাপক মোছা. হালিমা বেগম।

লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ার বিভাগের বিভাগীয় প্রধান কাজী জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ‍্যাপক ড. ফজলে এলাহী মামুন।

আলোচনা সভা দোয়া অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *