মঙ্গলবার, ডিসেম্বর ৩০

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ পিপলস পার্টির শোক

|| ​নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||

​বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান খান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

​শোকবার্তায় বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক আপসহীন ও কিংবদন্তি নেত্রী। দেশের মানুষের অধিকার আদায় এবং সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর আপসহীন নেতৃত্ব ও ত্যাগ চিরকাল ইতিহাসে ভাস্বর হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জাতি এক অভিভাবককে হারালো, যা অপূরণীয় এক ক্ষতি।”

​তিনি আরও উল্লেখ করেন, তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। বিশেষ করে নারী শিক্ষার প্রসার ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার পথে তাঁর গৃহীত পদক্ষেপগুলো মাইলফলক হিসেবে বিবেচিত হবে। পরিশেষে, তিনি মহান আল্লাহর দরবারে মরহুমার জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *