
|| স্পোর্টস ডেস্ক ||
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে নিজেদের অবস্থানে আরও কঠোর হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের মাটিতে নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ভেন্যু পরিবর্তনের দাবিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে পুনরায় আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বোর্ড। চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, ভেন্যু পরিবর্তন করা না হলে বাংলাদেশ দল এবারের বিশ্বকাপে অংশ নেবে না।
এর আগে আইসিসি জানিয়েছিল, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে বাংলাদেশকে এবং ভেন্যু পরিবর্তনের কোনো সুযোগ নেই। আইসিসির এমন অনড় অবস্থানের পর সরকারের সঙ্গে আলোচনার জন্য ২৪ ঘণ্টা সময় চেয়েছিল বিসিবি। তবে নির্ধারিত সময় পার হলেও বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাফ জানিয়ে দেন, ক্রিকেটারদের নিরাপত্তা প্রশ্নে কোনো আপস করা হবে না এবং বাংলাদেশ দল ভারতে গিয়ে ম্যাচ খেলবে না।
ক্রীড়া উপদেষ্টার এই ঘোষণার পরপরই ই-মেইলের মাধ্যমে আইসিসিকে পুনরায় চিঠি দেয় বিসিবি। এতে ভেন্যু পরিবর্তনের দাবিটি আইসিসির স্বাধীন ‘ডিসপিউট রেজোল্যুশন কমিটি’র কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে, যারা আন্তর্জাতিক ক্রিকেটের বিরোধ নিষ্পত্তির দায়িত্ব পালন করে। বিসিবির এই চিঠির বিষয়ে আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আরও স্পষ্ট করেছেন যে, আইসিসি যদি শেষ পর্যন্ত বাংলাদেশের দাবি মেনে না নেয়, তবে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে না। উল্লেখ্য, টুর্নামেন্টের বর্তমান সূচি অনুযায়ী লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের প্রথম তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়ার কথা রয়েছে।
