বুধবার, মার্চ ১২

বিপিএলের ট্রফি এখন বরিশালে

|| স্পোর্টস ডেস্ক ||

বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ট্রফি নিয়ে নিজেদের ঘরে ফিরেছে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। দেশি-বিদেশি খেলোয়াড়সহ দুই দুইটি ট্রফি নিয়ে এই প্রথমবারের মতো ধান, নদী আর খালের বরিশালে পৌঁছেছে তামিম ইকবালের দল। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বরিশাল বিমানবন্দরে পৌঁছে দলটি। পরে সেখান থেকে নিরাপত্তার চাদরে ঢেকে টিম ফরচুন বরিশালকে নিয়ে যাওয়া হয় বিসিক এলাকায়।

এদিকে সকাল থেকেই বিপিএলের বিজয়ী ট্রফি এবং খেলোয়াড়দের দেখতে বিভাগের বিভিন্ন জায়গা থেকে বেলস পার্কে অবস্থান করেন এ অঞ্চলের ক্রিকেটপ্রেমীরা। উৎসুক জনতার ভিড়ে বেলস পার্ক মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ, হৃদয়, নাজমুল হোসেন শান্তসহ দলের সব খেলোয়াড়কে দেখতে সকাল থেকেই মাঠ দখলে রেখেছেন ক্রিকেটভক্তরা।

ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান জানান, দেশি-বিদেশি খেলোয়াড়সহ ২২ জন এবং টিম ম্যানেজার, কোচসহ আরও ৪০ জনের একটি দল বরিশালে আসেন। বেলস পার্ক মাঠে ট্রফি ও খেলোয়াড়দের নিয়ে ৫টা পর্যন্ত অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি ক্রিকেটপ্রেমীদের বিনোদনের জন্য কনসার্টেরও আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *