মঙ্গলবার, ডিসেম্বর ৩০

বিনামূল্যে টিকিটের তারিখ পরিবর্তন ও রি-ইস্যু সেবা দিচ্ছে বিমান

দেশের চলমান ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কথা বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট এবং ফিরতি ফ্লাইটে ইকোনমি ক্লাসের একমুখী ভাড়া সর্বোচ্চ ৫ পাঁচ হাজার ৪০০ টাকা নির্ধারণ করেছে। বিজনেস ক্লাসের পূর্ব নির্ধারিত সর্বনিম্ন ভাড়া যাত্রী সাধারণের সুবিধার জন্য উন্মুক্ত রাখা হবে।

শনিবার (২৪ আগস্ট) বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যাদুর্গত এলাকার যাত্রীরা বর্তমান অবস্থায় ভ্রমণ করতে ব্যর্থ হলে পরবর্তীতে কোনো রকম চার্জ ব্যতিরেকে সিট ফাকা থাকা সাপেক্ষে ভ্রমণ করতে পারবে। সে ক্ষেত্রে যাত্রীগদের যাত্রা বিলম্ব, টিকিটের তারিখ পরিবর্তন বা রিইস্যু করতে সংশ্লিষ্ট টিকিট ইস্যুয়িং এজেন্সি, বিমানের নিকটস্থ সেলস সেন্টার বা কল সেন্টারে ১৩৬৩৬ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।

বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত যাত্রীদের কোনো চার্জ ব্যতিরেকে এ সেবা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *