
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি অশালীন ও অসত্য বক্তব্য দেওয়ায় তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
সোমবার (২২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে ইসলামী আন্দোলনের নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের ও হাফেজ আব্দুল লতিফ, সেক্রেটারি মুফতী ইমরান হোসাইনসহ নেতারা এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, জনাব এ্যানি সম্প্রতি এক জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর বিরুদ্ধে মিথ্যা ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়েছেন। এতে রাজনৈতিক ও সচেতন মহল ব্যথিত হয়েছে।
নেতারা বলেন, বিএনপি সরাসরি স্বৈরাচারের সহযোগী। ২০১৮ সালের ‘অবৈধ নির্বাচন’ স্বীকৃতি দিয়ে তারা সংসদে এমপি পাঠিয়েছে। এখন নিজেদের দায় আড়াল করতে তারা আবোল-তাবোল বক্তব্য দিচ্ছে এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
নেতৃবৃন্দ আরও বলেন, ৫ আগস্টের পর ইসলামপন্থীদের ঐক্য বিএনপির জন্য প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনে ভরাডুবি অনিবার্য জেনেই তারা ইসলামপন্থী দল ও জাতীয় ব্যক্তিত্বদের বিরুদ্ধে কুৎসা রটনায় লিপ্ত হয়েছে।