
|| নিজস্ব প্রতিবেদক ||
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত তাঁর পিতা, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন। দীর্ঘদিন পর এমন প্রকাশ্য জিয়ারত নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে তারেক রহমান তাঁর বাবার সমাধিস্থল জিয়ারত করেন।
রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এই সময় সমাধিস্থল এলাকায় উপস্থিত ছিলেন। কঠোর নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে তিনি সমাধির বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারেক রহমান তাঁর পিতার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
মোনাজাতের সময় তারেক রহমানকে বেশ আবেগপ্রবণ দেখা যায়। তাঁর এই কবর জিয়ারতকে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি কেবল একটি পারিবারিক বা ধর্মীয় আচার নয়, বরং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার একটি শক্তিশালী বার্তা। জিয়ারত শেষে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্তভাবে হাত নেড়ে অভিবাদন জানান, তবে গণমাধ্যমের সাথে কোনো আনুষ্ঠানিক কথা বলেননি।
দলের সিনিয়র নেতৃবৃন্দ এই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের ভিড় সামলাতে পুলিশ ও স্বেচ্ছাসেবক দলকে বেশ বেগ পেতে হয়। উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের পর তারেক রহমানের এই প্রকাশ্য উপস্থিতি ও কর্মসূচি পালনের বিষয়টি জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
