রবিবার, জুলাই ২৭

বদলগাছীতে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ” অনুষ্ঠান সম্পন্ন

|| মোঃ সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||

সারাদেশের নায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ” পাঠে ভারচুয়াল অংশগ্রহণে শপথ বাক্য পাঠ করেন বদলগাছীর উপজেলার সর্বস্তরের জনগণ। এক ব্যতিক্রমী ও প্রেরণাদায়ী শপথ পাঠের পর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

শুক্রবার (২৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক দপ্তর ও উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে এ অনন্য আয়োজন অনুষ্ঠিত হয়। যেখানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্র হয়ে সমাজ পরিবর্তনের অঙ্গীকারে অংশগ্রহণ করেন।

উপজেলা সমাজসেবা অফিসার রাজিব আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি।

এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার ফারুক আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোসা. আতিয়া খাতুন, বদলগাছী থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই মনিরুল ইসলাম।

উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মাঝহারুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সুবোধ কুমার,  ভারপ্রাপ্ত উপজেলা  নির্বাচন অফিসার তাজুল ইসলামসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী মনিরা সুলতানা,  বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা মহিলা শাখার সেক্রেটারি লায়লা পারভীন, জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি কুমকুম ইয়া হাবিবা।

বক্তাগণ বলেন, জুলাই যোদ্ধারা আমাদেরকে নতুন দেশ উপহার দিয়েছে। সমাজে শৃঙ্খলা, নৈতিকতা ও ইতিবাচক পরিবর্তনের জন্য প্রয়োজন সম্মিলিত প্রয়াস। তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে হবে, আর এই শপথের মাধ্যমে সেই যাত্রা শুরু হোক। দেশকে বিনির্মানের জন্য আজকে এই শপথের মাধ্যমে যার যা অবস্থান থেকে কাজ করে যাবো।

যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আজকের যে দেশ পেয়েছি তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তাদের রক্ত বৃথা যেতে দিব না। 

অনুষ্ঠানে স্কুল-কলেজের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *