রবিবার, জুলাই ৬

বকশীবাজার জামে মসজিদের জায়গা দখলের প্রতিবাদে মুসল্লিদের মানববন্ধন

|| নিজস্ব প্রতিবেদক ||

রাজধানীর বকশীবাজার জামে মসজিদের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন করেছেন মুসল্লি ও এলাকাবাসী। এ সময় মসজিদটির খতিব, মসজিদ কমিটির সদস্যসহ মুসল্লিদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। এতে এলাকাবাসী, মুসল্লিসহ ঢাকার বিভিন্ন মসজিদের খতিব উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দুইশ বছরের অধিক সময় ধরে বকশীবাজার জামে মসজিদের কার্যক্রম চলমান। আওয়ামী লীগ সরকারের আমলে সিটি করপোরেশন ওই মসজিদ ভেঙে ফেলে। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এবং হাইকোর্টের নির্দেশে সিটি করপোরেশন মসজিদ পুনর্নির্মাণের নির্দেশ দেয়। কিন্তু ৫ আগস্টের পর বিএনপির এক নেতা ওই জায়গা দখল করে রেখেছেন। এলাকাবাসী ও মুসল্লিরা প্রতিবাদ করলে তারা খতিবসহ মসজিদ কমিটি ও এলাকাবাসীর নামে মিথ্যা মামলা দেন।

বক্তারা আরও বলেন, ৫ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে বিএনপি নেতা শিপলু ও তার বাহিনী বকশীবাজার জামে মসজিদের জায়গা দখল করেন এবং মসজিদ নির্মাণের জন্য থাকা রড, সিমেন্ট ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যান। আমরা জানি বিএনপি মসজিদ দখল করা কোনো দল নয়। তাহলে বিএনপির পরিচয় দিয়ে যারা এসব কাজ করছে তারা আসলে কারা? আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে মসজিদের জায়গা ফেরত দিতে হবে এবং মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- নির্মাণাধীন মসজিদ কমিটির আহ্বায়ক মো. জামাল নাসির চৌধুরী, মুফতি আনোয়ার হোসেন, মাওলানা বেলায়েত, মুফতি আব্দুর রহমান সাদী, জাহাঙ্গীর আলম, ড. মো. আশফাকুল দুখু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *