রবিবার, আগস্ট ২৪

বকশীগঞ্জে বিএনপির বিজয় র‍্যালি অনুষ্ঠিত

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিবেদক ||

গণ-অভ্যুত্থান ও স্বৈরাচার পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল ৫ আগস্ট মঙ্গলবার একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিটি বিকাল ০৫টায় বকশীগঞ্জ বাজার মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিএনপির নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা বহন করে অংশগ্রহণ করেন। গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিভিন্ন শ্লোগানে মুখরিত ছিল পুরো শহর।

র‍্যালিতে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম প্রিন্স, বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আনিসুজ্জামান গামা, সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম শাকিল তালুকদারসহ উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ বলেন, “এই বিজয় র‍্যালি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের ধারাবাহিক অংশ। দেশ ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও আন্দোলন চালিয়ে যাবে।”

অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *