শনিবার, অক্টোবর ১১

ফুলবাড়ীতে ২৩৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২,৩৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—নাটোর জেলার লালপুর থানার ধানাইদহপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শাহ আলম (৪০) এবং পাবনা জেলার ঈশ্বরদী থানার রূপপুর (নতুন রূপপুর) এলাকার সেলিম রেজার মেয়ে সানজিদা ইয়াসমিন (২০)।

ফুলবাড়ী থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম। তিনি জানান, গ্রেফতারকৃতরা ইয়াবাগুলো পাবনায় বিক্রির উদ্দেশ্যে অটোরিকশায় করে খড়িবাড়ী বাজার সড়ক হয়ে কুড়িগ্রামের পথে যাচ্ছিলেন। পথিমধ্যে রাবাইতারী এলাকায় তাদের শরীরে তল্লাশি চালিয়ে মোট ২,৩৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি রুজু হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০(খ) ধারায়, মামলা নম্বর ২৭, তারিখ ২৫/০৭/২০২৫।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আরও বলেন, “কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *