বৃহস্পতিবার, নভেম্বর ২০

ফুলবাড়ীতে সাড়ে ৪ কেজি গাঁজা ও মোটরসাইকেল জব্দ; গ্রেফতার ২

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার ২ নং শিমুলবাড়ী ইউনিয়নের চর সোনাইগাজী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে ফুলবাড়ী থানা পুলিশ। এসময় দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মোঃ খলিল মিয়া (২৭), গ্রাম: চর ঝাউকুটি,মোঃ আজিজুল হক (৪৬), গ্রাম: পূর্ব ফুলমতি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল আনুমানিক ০৯:৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম এ তথ্য নিশ্চিত করে বলেন—
“মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ফুলবাড়ী থানা পুলিশের একটি আভিযানিক দল সফলভাবে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *