
|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম ধনিরাম সরকার পাড়া এলাকার একটি বাঁশঝাড়ে শকুনটিকে দেখতে পেয়ে এলাকাবাসী তা আটক করে নিরাপদে সরিয়ে নেন। খবরটি ছড়িয়ে পড়লে দূর-দূরান্ত থেকে শত শত মানুষ শকুনটিকে এক নজর দেখতে ছুটে আসেন।

স্থানীয়রা জানান, উদ্ধার হওয়া শকুনটি অসুস্থ বলে মনে হচ্ছে। এর আগে তারা কখনো কাছ থেকে শকুন দেখেননি। শকুনটির চলাফেরা ও অবস্থার কারণে অনেকে তাৎক্ষণিক চিকিৎসার দাবি তোলেন।
প্রকৃতি ও বন্যপ্রাণী বিষয়ক সচেতন ব্যক্তিদের মতে, দেশে শকুনের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। একসময় গ্রামাঞ্চলে শকুন দেখা গেলেও বর্তমানে তা বিরল হয়ে পড়েছে। ফলে উদ্ধারকৃত এই শকুনটির দ্রুত চিকিৎসা ও নিরাপদ আশ্রয় নিশ্চিত করা জরুরি বলেও তারা মন্তব্য করেন।
উদ্ধার হওয়া শকুনটির যত্ন ও সংরক্ষণ কার্যক্রম দ্রুত গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ কামনা করেছেন এলাকাবাসী।
