শুক্রবার, আগস্ট ২২

ফুলবাড়ীতে বালুদস্যুদের বিরুদ্ধে আবারও প্রশাসনের অভিযান; ৪ লাখ টাকা জরিমানা

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুলাঘাট ধরলা সেতু সংলগ্ন নদীর তীর রক্ষা বাঁধের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনরোধে উপজেলা প্রশাসন একের পর এক অভিযান চালিয়ে গেলেও বালুদস্যুদের দৌরাত্ম থামছে না।

সোমবার (৫ মে) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম। অভিযানে ফুলবাড়ী থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে ধরলা নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু বহনের দায়ে ৩টি ট্রাক্টর আটক করা হয় এবং তাদের মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ প্রদানে বিলম্ব হওয়ায় আটক ট্রাক্টরগুলো ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরলা নদীর তীর রক্ষা বাঁধ সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে, যার ফলে নদীর পাড় ভাঙন ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এর আগে একাধিকবার অভিযান চালানো হলেও এই অবৈধ কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি।

স্থানীয়দের অভিযোগ, একশ্রেণির প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় এই অবৈধ বালু উত্তোলন দিনের পর দিন চলে আসছে। তাদের মতে, প্রশাসনের কঠোর অবস্থান ও নিয়মিত তদারকির মাধ্যমেই এই সমস্যা সমাধান করা সম্ভব।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম সাংবাদিকদের বলেন, “ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে যারা পরিবেশ ও নদী রক্ষায় হুমকি সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষা এবং জনস্বার্থে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরো জানান, “জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনিক নজরদারি আরও জোরদার করা হবে। নদী ও পরিবেশ রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *