
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
ফুলতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় ডাবুর মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
সমাপনী দিনে ফুটবল প্রতিযোগিতায় ফুলতলা রি-ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ ৬-১ গোলের ব্যবধানে শিরোমনি মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি পরিচালনা করেন আজিবর মোল্যা। তাকে সহযোগিতা করেন কামরুল আজম বাবু ও পারভেজ আলম।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, প্রধান শিক্ষক মনিরা পারভীন, মহাসিন বিশ্বাস, মাদ্রাসা সুপার আ. গফ্ফার, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সহকারী শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস, শিক্ষক রতন বিশ্বাস, আনিছুজ্জামান প্রমুখ।
পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।