শনিবার, অক্টোবর ১১

ফারাক্কার ১০৯ গেট খুললেও পদ্মায় পানি বৃদ্ধির হার স্বাভাবিক

ভারত ফারাক্কার ১০৯টি গেট খুলে দিলেও এখনই বাংলাদেশে বন্যার হওয়ার সম্ভাবনা নেই। গতকাল এমন বার্তা দিয়েছিলেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান। সর্বশেষ তথ্য অনুযায়ী গেট খুলে দিলেও রাজশাহী অঞ্চলের পদ্মা নদীতে এখনও পানি বৃদ্ধির হার স্বাভাবিক রয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ১৮ ঘণ্টায় পানি বৃদ্ধি হয়নি। বিষয়টি আজ মঙ্গলবার পুনরায় নিশ্চিত করেছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উত্তরাঞ্চলীয় পানি বিজ্ঞান পরিমাপ বিভাগ। তাদের তথ্য অনুযায়ী, গঙ্গা নদীর বাংলাদেশ অংশে ৭ সেন্টিমিটার পানি বেড়েছে। এই বৃদ্ধিতে শঙ্কার কোনো কারণ নেই।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উত্তরাঞ্চলীয় পানি বিজ্ঞান পরিমাপ বিভাগের তথ্য অনুযায়ী, রবিবার সকালে পানির উচ্চতা ছিল ১৬.২৭ মিটার। সন্ধ্যা ৬টায় ৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে হয় ১৬.৩০ মিটার। তবে এরপর গত ১৮ ঘণ্টায় পানি বৃদ্ধি পায়নি। রাজশাহী নগরীর বড়কুটি পয়েন্টে পদ্মা নদীর পানির বিপৎসীমা ১৮ দশমিক ৫ মিটার। ফলে বিপৎসীমার অনেক নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের পাংখা পয়েন্টে গঙ্গার পানি পর্যবেক্ষণ করা হয়। সেখানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সেখানে ৭ সেন্টিমিটার পানি বেড়েছে। এটা নিয়ে শঙ্কার কিছু নেই। এটা স্বাভাবিক। আগামী কয়েক দিনেও বন্যা পরিস্থিতি সৃষ্টির কোনো সম্ভাবনা দেখি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *