শনিবার, জানুয়ারি ২৪

বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আফগানিস্তানের শিল্প-বাণিজ্য উপমন্ত্রী ঢাকায়

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিতে এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আফগানিস্তানের তালেবান সরকারের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী মৌলভি আহমাদুল্লাহ জাহিদ বর্তমানে ঢাকা সফর করছেন। সফরকালে তিনি বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) আফগানিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে বন্ধুত্বপূর্ণ পর্যায় থেকে এখন অর্থনৈতিক অংশীদারত্বে উন্নীত করার বিষয়ে উভয় দেশ একমত পোষণ করেছে। এর মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি, পারস্পরিক আস্থা শক্তিশালী করা এবং উভয় দেশের জনগণের জন্য বাস্তবসম্মত অর্থনৈতিক সুফল নিশ্চিত করা।

সফররত আফগান প্রতিনিধিদল গত রবিবার বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফের সাথে আনুষ্ঠানিক বৈঠক করেন। এসব বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের নানা সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নিয়মিত ও দীর্ঘমেয়াদে আফগানিস্তানে রপ্তানি করার বিষয়ে ঢাকা গভীর আগ্রহ প্রকাশ করেছে।

বাণিজ্য মেলা পরিদর্শনের পাশাপাশি দুই দেশের বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে আয়োজিত একটি বিশেষ আলোচনা অনুষ্ঠানেও অংশ নেন আফগান উপমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *