রবিবার, অক্টোবর ১২

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সেমিস্টার-ডে উদযাপন

|| নিজস্ব প্রতিবেদক ||

রাজধানীস্থ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের “সেমিস্টার-ডে, ২০২৪” গত শনিবার (৩০ নভেম্বর) গাজীপুরের নীলাম্বরী রিসোর্টে উদযাপন করা হয়েছে। ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সমন্বিত উদ্যোগে দিনটি ছিল আনন্দে পরিপূর্ণ।

বুধবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ অফিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সেমিস্টার-ডে উদযাপন
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সেমিস্টার-ডে উদযাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অসাধারণ সব আয়োজনের মধ্যে ছিল বিভিন্ন রকম খেলাধুলা, সাঁতার কাটা, ক্রীড়া প্রতিযোগিতা, উন্মুক্ত মতবিনিময় সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সর্বোপরি নীলাম্বরী রিসোর্টের মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়ানোর সুযোগ।

দিনব্যাপী আয়োজনের শুরুটা খেলাধুলা ও প্রতিযোগিতার মাধ্যমে হলেও দিনটির প্রধান আকর্ষণ ছিল বিকেল বেলার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা শুরু হয় একটি দলীয় সংগীতের মাধ্যমে। এরপর ছিল একাধিক একক ও যুগল নৃত্য, দলীয় নৃত্য এবং নেপালি লোকনৃত্য। এছাড়াও ছিল একাধিক বাংলা ও ইংরেজি গানের পরিবেশনা এবং আবৃত্তি l

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সেমিস্টার-ডে উদযাপন
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সেমিস্টার-ডে উদযাপন

উল্লেখ্য যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ তার নবাগত ছাত্র-ছাত্রীদের সাথে বর্তমান ছাত্র-ছাত্রীদের মেলবন্ধন তৈরি করা এবং স্নাতক ও স্নাতকোত্তর ছাত্র-ছাত্রীদের বিদায় সম্বর্ধনা দেয়ার জন্য প্রতি সেমিস্টারেই এই বিশেষ “সেমিস্টার-ডে” র আয়োজন করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *