বুধবার, ফেব্রুয়ারি ৫

প্রতিবন্ধীদের ভাতা লুটেছে আওয়ামী লীগ: তারেক রহমান

|| নিউজ ডেস্ক ||

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করে বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকার প্রতিবন্ধীদের ভাতা লুটে নিয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

২০০১ সালে বিএনপি সরকার প্রতিবন্ধীদের জন্য রাষ্ট্রীয়ভাবে ভাতা প্রদান শুরু করেছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, বিগত আওয়ামী লীগ সরকার এই ভাতাকে নিজেদের নেতা-কর্মীদের মাঝে বিতরণ করেছে। তিনি প্রতিবন্ধীদের জন্য ভাতার পরিমাণ বাড়ানোর এবং নিবন্ধন প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করার প্রতিশ্রুতি দেন।

তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রতিবন্ধীদের জন্য একটি স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা করা হবে, যা তাদের জীবনমান উন্নয়নের জন্য কার্যক্রম পরিচালনা করবে। এই অধিদপ্তরের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হবে, যাতে তারা সমাজে সঠিকভাবে অন্তর্ভুক্ত হতে পারে, বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এছাড়া, তিনি ‘সুবর্ণ নাগরিক কার্ড’ এর আওতায় প্রতিবন্ধীদের জন্য স্বাস্থ্য বীমা, শিক্ষা বৃত্তি, পরিবহন ডিসকাউন্টসহ বিভিন্ন সামাজিক সুবিধা প্রদান করার কথা জানান। বিশেষ চাহিদাসম্পন্ন, মেধাবী তরুণদের জন্য vocational ও technical training ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, দেশের অন্যান্য নাগরিকদের মতো প্রতিবন্ধী ব্যক্তিরাও যথাযথ নাগরিক অধিকার এবং সুযোগ-সুবিধা পাবেন। প্রতিবন্ধীদের জন্য গণপরিবহন, সরকারি-বেসরকারি স্থাপনাগুলিকে এক্সিসেবল করে তোলা হবে এবং তাদের জন্য উপযুক্ত স্বাস্থ্যসেবা ও শিক্ষার ব্যবস্থা করা হবে।

সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. পারভেজ রেজা কাকনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিবন্ধী ব্যক্তিরাও এই মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *