মঙ্গলবার, ডিসেম্বর ৩০

প্রকৌশলী হওয়ার স্বপ্ন রিদা’র

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||

এ প্লাস নিয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে জায়না বিনতে শাহরিয়ার রিদা। খুলনা করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) ফলাফল হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়ে রিদা। সে স্বপ্ন দেখে ভবিষ্যতে একজন সফল প্রকৌশলী হয়ে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবে।

দিনে ও রাতের বড় একটা অংশ পড়াশোনা করে ভাল রেজাল্ট করা ‘রিদা’ ফলাফলের পরে তার অনুভূতি ব্যক্ত করতে যেয়ে বলে, আমি প্রথমে মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের কাছে কৃতজ্ঞ এর পরে কৃতজ্ঞ আমার বাবা-মা ও আমার শিক্ষকদের কাছে। আমার বাবা-মা আমাকে পড়াশোনা চালিয়ে যেতে ভীষণভাবে সহযোগিতা করেছেন, সাথে আমার শিক্ষকরা। আমার শিক্ষকরা আমাকে সহযোগিতা না করলে আমার এত ভালো রেজাল্ট করা কষ্টসাধ্য হয়ে যেত। শিক্ষকদের নাম বলতে গেলে প্রথমেই বলতে আমার শ্রেণী শিক্ষক নাজমা ম্যাডামের কথা, উনি ছাড়াও স্কুলের সকল শিক্ষকেরা আমাকে সহযোগিতা করেছেন। এছাড়া কোচিং এর সামি আর ছোটন স্যারের কথা না বললেই নয়। একজন ছাত্র বা ছাত্রী যদি সাফল্যের পথের যাত্রী হয় তবে এমন শিক্ষকেরা সেই যাত্রা পথের পাথেয়।

জায়না বিনতে শাহরিয়ার রিদা খুলনা গেজেটের নিজস্ব প্রতিবেদক ও দৈনিক আলোর খুলনা প্রতিনিধি শেখ শাহরিয়ারের বড় কন্যা। ‘রিদা’ সকলের কাছে দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *