
|| নিজস্ব প্রতিবেদক ||
পিরোজপুর জেলায় আদর্শ ছাত্র সমাজ বিনির্মাণের লক্ষ্য নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া পিরোজপুর জেলা শাখার উদ্যোগে সম্প্রতি আয়োজিত এই সভায় বর্তমান সময়ের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ছাত্রদের করণীয় সম্পর্কে আলোকপাত করা হয়।

“আদর্শ ছাত্র সমাজ গঠনে বর্তমান সময়ের চ্যালেঞ্জ ও আমাদের করণীয়” শীর্ষক এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাউখালি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি ইমরান ফরহাদ। তিনি তাঁর বক্তব্যে নৈতিক অবক্ষয় রোধে এবং আধুনিক চ্যালেঞ্জের মুখে চারিত্রিক দৃঢ়তা বজায় রাখতে ইসলামী আদর্শের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিয়ালকাঠি হাজিবাড়ি মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মো. ইসহাক সাহেব, হাফেজ মাওলানা রফিকুল ইসলাম এবং হাফেজ মাইনুল ইসলাম। বক্তারা মাদ্রাসার ছাত্রদের সমসাময়িক প্রেক্ষাপটে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মোস্তফা আব্দুল্লাহ আল আরিফ এবং কেন্দ্রীয় অর্থ সম্পাদক হাফেজ মো. নাঈমুল ইসলাম। পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলা শাখার অর্থ সম্পাদক হাফেজ মো. সাইমুন ইসলামসহ স্থানীয় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। বক্তারা একটি সুশৃঙ্খল ও আদর্শবাদী সমাজ গঠনে ছাত্রদের অগ্রণী ভূমিকা পালনের ওপর বিশেষ জোর দেন এবং সংগঠনের কার্যক্রমকে বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা শাখার দায়িত্বশীলদের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। সেখানে ছাত্রসংগঠনকে আরো গতিশীল করতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
