
|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি | বিনোদন ডেস্ক ||
বই পড়া নিঃসন্দেহে একটি পরিচ্ছন্ন ও অনন্দময় সময় কাটানোর মাধ্যম এবং জ্ঞানের ক্ষুধা নিবারণ করার অন্যতম উৎস। বই সম্পর্কে বিশিষ্টজনেরা অনেক গুরুত্বপূর্ণ বাণী দিয়েছেন। এই বিষয়ে ওমর খৈয়ামের একটি শ্রেষ্ঠতম বাণী হলো “রুটি মদ ফুরিয়ে যাবে। প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে। বই, সেতো অনন্ত যৌবনা”।
অন্যদিকে, অস্কার ওয়াইল্ড বলেছেন, “একজন মানুষ ভবিষ্যতে কী হবেন সেটি অন্য কিছু দিয়ে বোঝা না গেলেও তার পড়া বইয়ের ধরন দেখে অনেকাংশেই বোঝা যায়” কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, “বই হলো অতীতের সঙ্গে বর্তমানের সেতুবন্ধন”। অর্থাৎ বই আমাদেরকে পড়তেই হবে।

এমনি একটি মহতি উদ্যোগ নিয়েছে পাবনার দিলালপুরের ‘মেমোরিয়াল ক্লাব বুকস’। গত ১৭ নভেম্বর জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘মেমোরিয়াল ক্লাব বুকসের’ গ্র্যান্ড লঞ্চিং হয়ে গেলো। ‘আধুনিক স্থাপত্যশৈলীর সাথে আর্টের মেলবন্ধনে গ্রন্থবিপনীটি অনেক নান্দনিক এবং দৃষ্টিসুখকর হয়ে উঠেছে।
উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক মজিদ মাহমুদ। উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রদ্ধাভাজন রফিক সুলাইমান। মেমোরিয়াল ক্লাব তাঁর দ্বিভাষী উপন্যাসের নাম, যার ইংরেজি অনুবাদ প্রকাশ করেছে আমেরিকার গডিবয়। বাংলায় চলছে চতুর্থ সংস্করণ।
গ্রন্থবিপনী উদ্বোধনের আগে শিল্পী মনজুর রশিদের আঁকা লেখক মজিদ মাহমুদের প্রতিকৃতিটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়’। সে সময় বরেণ্য ও বিশিষ্টজনদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছেলো ক্লাব প্রাঙ্গণ।
