বৃহস্পতিবার, জানুয়ারি ২

পাইকারি বাজারেই পুঁইশাকের আঁটি ৪৫ টাকা

|| নিউজ ডেস্ক ||

দুই সপ্তাহ আগেও খুচরা বাজারে ৩০ টাকা আঁটি দরে বিক্রি হয়েছে পুঁইশাক। আঁটিতে কম শাক থাকে, তা নিয়ে ঘোর আপত্তি ছিল ক্রেতাদের। তবে সেই শাক এখন গিয়ে দাঁড়িয়েছে ৬০ টাকায়। পাইকারি বাজারেই ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি আঁটি পুঁইশাকের ডাটা।

রবিবার (১৩ অক্টোবর) বিকালে রাজধানীর রায়ের বাজারের সাদেক খান পাইকারি আড়তে এই দাম দেখা গেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছে, এই আড়ত থেকে শাক-সবজি যায় নগরীর মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগসহ বিভিন্ন এলাকায়। ভোর রাতে থাকে মূল বাজার, দিনেও চলে বেঁচাকেনা। পাইকারি দরে এ বাজার থেকে সবজি নিয়ে খুচরা হিসেবে বিক্রি করা হয়।

বাজারটির শাক বিক্রির অংশে গিয়ে দেখা যায়, পুঁইশাকের স্তূপ নিয়ে দাঁড়িয়ে আছেন কয়েকজন আড়তদার। পাশে খদ্দেরের ভিড়। মিনিট দশের মধ্যেই বিক্রি হয়ে যায় প্রায় হাজার আঁটি শাক।

দাম সম্পর্কে জানতে চাইলে আড়তদার জানান, ৪৫ টাকা আঁটি দরে তারা পাইকারি বিক্রি করেছেন।

শাকের দাম বেশি হওয়ার কারণ জানতে চাইলে আড়তদাররা জানান, বৃষ্টির কারণে শাকের দাম বেশি।

শুধু পুঁইশাক নয়, চড়া দামে বিক্রি হচ্ছে লালশাকও। ছোট ছোট আঁটির লালশাক ১৯ থেকে ২০ টাকা দরে পাইকারি বিক্রি হচ্ছে। একই দামে বিক্রি হচ্ছে ছোট জাতের ডাটা শাক। লম্বা ডাটাসহ ডাটা শাক বিক্রি হচ্ছে ২৫ টাকা দরে। আড়ত থেকে পাটশাক, কলমিশাক, হেচিশাক বিক্রি হচ্ছে ১০ টাকা আঁটি দরে।

দুই সপ্তাহ আগেও ৪ টাকা দরে এই আড়ত থেকে বিক্রি হয়েছে শাপলা লতার আঁটি। অথচ এদিন সেই আঁটি ১০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *