
|| নিজস্ব প্রতিবেদক ||
ন্যায় বিচার পাওয়া প্রতিটি মানুষের অধিকার বলে মন্তব্য করেছেন নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি। আজ রবিবার (৩০ নভেম্বর) এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
ইলিয়াস হোসেন মাঝি বলেন, সমাজে যত অন্যায় অত্যাচার, এর মূলে রয়েছে ন্যায় বিচারহীনতা। ন্যায় বিচার হলো এমন একটি নৈতিক ও আদর্শগত ধারণা, যা কোনো পক্ষের প্রতি পক্ষপাতিত্ব না করে সঠিক, নিরপেক্ষ এবং আইনসম্মত বিচার করা। এটি সমাজের শান্তি, শৃঙ্খলা এবং স্থিতিশীলতা বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাবেক ছাত্রনেতা ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি আরো বলেন, দেশ একটা ভীষণ জাতীয় সংকটের মধ্যে রয়েছে। দেশের অর্থনীতি খারাপ অবস্থার মধ্যে আছে। রাষ্ট্র ব্যবস্থা এখনও বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি। বর্তমানে স্বজনপ্রীতি মহামারীতে রূপ নিয়েছে। আদালত, প্রশাসন ও সামাজিক সুযোগ-সুবিধার ক্ষেত্রে মানুষ নিজের লোকদের প্রাধান্য দিচ্ছে। এতে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে।
তরুণ রাজনীতিবীদ ও নাগরিক কেন্দ্রের সভাপতি আরো বলেন, যে রাষ্ট্র ন্যায় বিচার দিতে পারে না, সেই রাষ্ট্র টিকে থাকতে পারে না। বাংলাদেশের পূণঃগঠন ও নতুন যাত্রা, ন্যায় বিচারের ওপর দাঁড়াতে হবে। সব হত্যাকাণ্ড, গুম, খুন সকল ধরনের লুটপাট এবং ঘরে বাইরে যত ধরনের অপরাধ হয়, মানুষ যেন ন্যায় বিচার পায় সেই রকম ব্যবস্থা আমাদের কায়েম করতে হবে।
